আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ পূণ্যের কাজ করতে পারে না -ছারছীনা পীর  আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ পূণ্যের কাজ করতে পারে না -ছারছীনা পীর  - ajkerparibartan.com
আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ পূণ্যের কাজ করতে পারে না -ছারছীনা পীর 

3:43 pm , November 29, 2024

ছারছীনা সংবাদদাতা ॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- একজন প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো পূণ্যের তথা নেক কাজের প্রচেষ্টা করা। পাপাচার ও অশ্লীলতাকে ঘৃণা করা। ভালো কাজের সুযোগ ও আগ্রহ থাকা মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ভালো ও পূণ্যের কাজে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন। নেক কাজ করতে হলে দরকার একটি পরিশুদ্ধ অন্তর যাকে বলা হয় ক্বলব। মানবদেহের প্রধান চালিকাশক্তি হলো অন্তর। তাকে যেদিকে পরিচালিত করে, তা সেদিকে পরিচালিত হয়। তাই আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ ভালো ও পুণ্যের কাজ করতে পারে না।
গতকাল ছারছীনা দরবার শরীফের ১৩৪তম মাহফিলের প্রথমদিন বাদ জুম্মা ছারছীনা পীর কেবলা লাখো মুসুল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।
মাহফিলের প্রথমদিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন মাওলানা আ. জ. ম. অহিদুল আলম,  মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মাওলানা আবদুল গফফার কাসেমী প্রমূখ।
আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল রবিবার বাদ জোহর তিনি দিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT