“উপাচার্যের” নাম কালো কসটেপ দিয়ে ঢেকে স্মরণসভা করলো ববি শিক্ষার্থীরা “উপাচার্যের” নাম কালো কসটেপ দিয়ে ঢেকে স্মরণসভা করলো ববি শিক্ষার্থীরা - ajkerparibartan.com
“উপাচার্যের” নাম কালো কসটেপ দিয়ে ঢেকে স্মরণসভা করলো ববি শিক্ষার্থীরা

3:42 pm , November 29, 2024

পরিবর্তন ডেস্ক ॥ উপাচার্যের নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেয়া ব্যানার নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সেইসাথে ব্যানার অনুযায়ী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের উপস্থিত থাকার কথা থাকলেও, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। যা নিশ্চিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি। কিন্তু ব্যানারে উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানীকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে। জানাগেছে, আল্টিমেটাম দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের কার্যালয়ে তালা দিয়ে সিলগালা করার পাশাপাশি শিক্ষার্থীরা তার কক্ষের সামনের নামফলক খুলে ফেলে। আর এরপরপরই বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে শিক্ষার্থীরা উপাচার্যর নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেয়।বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।জনসংযোগ অফিসের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পণা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অহেদুজ্জামান, আইন বিভাগের শিক্ষার্থী অহেদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহাফুজুল হাসান সজিব, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, গনিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ সাকিন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান তমাল।সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান।সভাটি সঞ্চালনা করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজী।সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT