2:50 pm , November 29, 2024
স্বরুপকাঠি প্রতিবেদক ॥ স্বরুপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য, উড়িবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার ওরফে খালেক কমান্ডার (৭৮) বৃহস্পতিবার দুপুরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লøাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান সহ বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন।