2:50 pm , November 29, 2024
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ে চুরি সংঘঠিত হয়েছে। চোররা ১৫টি ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার প্রধান শিক্ষক বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী জানান, নৈশ প্রহরী সাইফুল ইসলাম (৩৫) ঘুমিয়ে পড়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোর বিদ্যালয়ের অফিস কক্ষ ও ডিজিটাল ল্যাবের কক্ষের তালা ভেঙ্গে প্রায় ৮ লাখ টাকা মুল্যের ১৫টি ল্যাপটপ, একটি মুঠোফোন, নগদ ৩২ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, প্রধান শিক্ষক বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে শুক্রবার একটি চুরির মামলা দায়ের করেছেন।