হিজলায় জমি দখল নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপে সংর্ঘষ ॥ আহত ৫ হিজলায় জমি দখল নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপে সংর্ঘষ ॥ আহত ৫ - ajkerparibartan.com
হিজলায় জমি দখল নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপে সংর্ঘষ ॥ আহত ৫

2:49 pm , November 29, 2024

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে জমি দখল নিয়ে দুই গ্রুপে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়েছে। এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর ২ জনকে শেবাচিমে প্রেরণ করা হয়েছে। মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর সোনাতলা নামক স্থানে আমন ধান কাটা নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে  এ সংর্ঘষ হয়। এতে উভয় গ্রুপের রুবেল খান(৫৫), শহিদ সিকদার(৫০), রায়হান(২৪), ইসমাঈল সিকদার(৬০), আমজাদ খান(৪০) আহত হন। আহত রুবেল খান বলেন, তাদের জমির আমন ধান প্রতিপক্ষরা কেটে নিতে চাইলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। শহিদ সিকদার বলেন, ঘটনার দিন ধান কাটতে গেলে রুবেল খান সহ কয়েকজন বাধা দেয়।  প্রতিরোধ করলে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সংবাদ শুনে তৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT