2:49 pm , November 29, 2024
হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া গ্রামের আলী বাবুর্চির ছেলে রাজিব বাবুর্চি (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানাগেছে, রাজিব পেশায় একজন কৃষক। বৃহস্পতিবার দুপুরে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যার তার ছোট ভাই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাগানের ভিতরে একটি পরিত্যাক্ত ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। হিজলা থানা পুলিশ মরদেহ উদ্ধার শুক্রবার ময়নাতদন্তের জন্য শেবাচিমে প্রেরণ করে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।