বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ গঠিত বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ গঠিত - ajkerparibartan.com
বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ গঠিত

2:48 pm , November 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন একত্রিত হয়ে ১০ গ্রেড ও শতভাগ পদোন্নতি সহ সকল দাবি বাস্তবায়নে বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের আওতায় এসেছে। শুক্রবার সকাল ১০ টায় ঢাকার আজিমপুর সরকারি কর্মচারীদের আবাসন কোয়ার্টারের ৩নং ভবনের হল রুমে এই পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ এক সংগঠনের ৫ জন করে প্রতিনিধি মোট ৩০ জন সারা যারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের সার্ভিস রুলস  বি এস আর  মেনে সরকারি চাকরিজীবী হিসাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংগঠন করে তারা সহকারী শিক্ষকদের সকল ব্যানার থেকে এক ব্যানারে এসে  আগামী দিনে সহকারী শিক্ষকদের ১০ গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবি সহ সকল যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ নামে সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে কাজ করবে। আগামী ৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। সিদ্ধান্ত অনুযায়ী যে সকল সংগঠন এক হয়ে কাজ করবে তা হল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১২১৯৮/১৫, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১২০৬৮ এর দুটি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT