3:52 pm , November 28, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের মরহুম পীর শাহ্ সুফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও ১৩৪তম তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ শুরু হচ্ছে। আগামী রবিবার বাদ জোহর আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে। গতকাল বাদ মাগরীব হযরত পীর সাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করেন। এরপর কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ-কিয়ামের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের ইফতেতাহ তথা শুরু হয়। এরপর মাদ্রাসার ছাত্রদের আলোচনা, মর্ছিয়া, হামদ-নাত পরিবেশনের মাধ্যমে মাহফিলের ধারাবাহিক কার্যক্রম চলমান থাকে।
মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত ছারছীনা পীর জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন।
ইতোমধ্যে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা বিধান, সুচিকিৎসার ব্যবস্থা, গাড়ি পার্কিং, সুপেয় পানি সহ মাহফিলের পূর্ববর্তি প্রায় সকল ধরণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারী।