বরিশালে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত বরিশালে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশালে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

3:46 pm , November 28, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বিশ^ জাকের মঞ্জিল কর্মী গ্রুপের বরিশাল বিভাগীয় আজিমুশ^ান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। জলসা অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরামরা বলেন- ইসলাম মানব সমাজের মুক্তি ও শান্তির ধর্ম। বিশ^ মানবতাকে সমুন্বত রাখতে এর কোন বিকল্প নেই। ইহকাল ও পরকালের মুক্তির মূলমন্ত্র হচ্ছে ইসলাম। আর ইসলামের প্রতিটি হুকুম আহকাম পালনে যুগে যুগে অলি আউলিয়ারা এদেশ সহ সারা বিশে^ আজন্ম পথভোলা মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর থেকে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিশ^ জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ^ান ইসলামী জলসায় হজরত মাওলানা মুফতি আবু নাসের জেহাদী, মাওলানা তাজুুল ইসলাম চাঁদপুরী, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদী এবং ক্বারী মাওলানা রুহুল আমীন সিদ্দিকী সহ বিশিষ্ট খাদেমবৃন্দ ওয়াজ করেন।
বিশ^ জাকের মঞ্জিল কর্মী গ্রুপের বরিশাল বিভাগীয় প্রধান এ্যাডভোকেট নূর মোহাম্মদ হাওলাদার এর সভাপতিত্বে এ ইসলামী জলসায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলার জাকেরান ও আশেকান সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান গভীর রাত পর্যন্ত ওয়াজ নসিহত শোনেন। মাহফিলে মহিলাদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনারও ব্যবস্থা করা হয়।
প্রতি বছরের মত এবারো বিশ^ জাকের মঞ্জিলে আসন্ন বিশ^ উরশ শরিফকে সামনে রেখে এ আজিমুশ^ান ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম শনিবার থেকে ৪দিনব্যাপী উরশ শরিফ অনুষ্ঠিত হয়ে থাকে। এ উরশ শরিফকে সামনে রেখেই বরিশাল সহ দেশের সব বিভাগীয় সদরে বিশ^ জাকের মঞ্জিল কর্মী গ্রুপের পক্ষ থেকে দাওয়াতী জলসা অনুষ্ঠিত হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT