সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো : চরমোনাই পীর সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো : চরমোনাই পীর - ajkerparibartan.com
সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো : চরমোনাই পীর

3:45 pm , November 28, 2024

বিশেষ প্রতিবেদক ॥ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে বর্তমানে একটি কঠিন অবস্থা চলছে। দেশকে অস্থিতিশীল করতে একটি  মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবেনা। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার পর থেকে আপনারা মায়ের কোলে আছেন। কিন্তু কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করছে। এব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা সম্মেলনে চরমোনাই পীর এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে ওলামা ও সুধী সম্মেলনে সভাপতিত্ব করেন চরমোনাই পীর।
সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ,খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমীর হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরী বাহাদূরপুরের পীর  হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,জনপ্রিয় ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিকি, গণ অধিকার পরিষদ এর সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, হাফেজ্জি হুজুর (রহঃ) এর জামাতা ও খলিফা কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, চরমোনাই মাহফিল ১০০ বছর অতিক্রম করেছে। ঐক্যের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা কুরআনী শাসন চাই। এজন্য আমরা সকলে মিলে এক হয়ে কাজ করবো।
গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদেরকে অবজ্ঞা করা যাবেনা। সকল দলের প্রতিনিধিদের মতামত নিয়ে  সকল কাজ করতে হবে। ছোটখাটো বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গডার সুযোগ থেকে বঞ্চিত না হই সে দিকে খেয?াল রাখতে হবে। শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT