গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে -জেলা প্রশাসক গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে -জেলা প্রশাসক - ajkerparibartan.com
গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে -জেলা প্রশাসক

3:42 pm , November 28, 2024

স্টাফ রিপোর্টার ॥ আমাদের গ্রামের সুখ শান্তি নিশ্চিত করার জন্য সকলের দায়িত্বশীল হতে হবে। গ্রাম আদালত বাস্তবায়ন করার জন্য আইন রয়েছে সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ পদ্ধতি রয়েছে।এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে গ্রামের নারী পুরুষ তাদের ন্যয্য বিচার নিশ্চিত করতে পারবে। বরিশাল জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন’ শীর্ষক যুব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার এ কথা বলেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক আরো বলেন, গ্রাম আদালত বাস্তবায়ন করতে হলে সেখানে নারী বান্ধব পরিবেশ তৈরী করতে হবে। যেখানে নারীরা সহজেই তাদের ন্যয্য বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত আইনে নারীর অংশগ্রহনের কথা বলা আছে। নারী পুরুষ সবাই মিলে গ্রাম আদালত সক্রিয়করতে হবে। এ ক্ষেত্রে যুব সমাজকে উদ্যোগী হতে হবে। এটি একটি সামাজিক কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান,স্থানীয় সরকার বিভাগ, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শামীম চৌধুরী সহ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ আয়োজিত এই কর্মশালায় বরিশাল জেলার ১০ উপজেলার প্রান্ত বিভিন্ন থেকে থেকে ৩০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT