3:40 pm , November 28, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদ ও বিগত স্বৈরাচারী হাসিনা পতন আন্দোলনে শহীদ বিএনপি নেতা-কর্মীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার বেগম খালেদা জিয়ার প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু।বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো: শাহিন হাওলাদার,সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলু,বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ,সদস্য সচিব ডাক্তার তাওহীদুল ইসলাম,গুঠিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম,ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও বিগত হাসিনা স্বৈরাচারী আন্দোলনে শহীদ বিএনপি নেতা কর্মীদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।