ছারছীনা দরবার শরীফের মাহফিল শুক্রবার শুরু ছারছীনা দরবার শরীফের মাহফিল শুক্রবার শুরু - ajkerparibartan.com
ছারছীনা দরবার শরীফের মাহফিল শুক্রবার শুরু

3:49 pm , November 27, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের মরহুম পীর হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও ১৩৪তম তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল  এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন শুক্রবার শুরু হবে। ২৮ নভেম্বর বাদ মাগরিব মাহফিল শুরু হয়ে রবিবার বাদ জোহর আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে শেষ হবে।
মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব ছারছীনা পীর জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন।
ইতোমধ্যে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা বিধান, সুচিকিৎসার ব্যবস্থা, গাড়ি পার্কিং, সুপেয় পানি সহ মাহফিলের পূর্ববর্তি প্রায় সকল ধরণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT