3:45 pm , November 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলাধীন ৭ নং চরকাউয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ড চর কাউয়া নয়ানী গ্রামের হাজী করিম উদ্দিন দপ্তরি বাড়ি জামে মসজিদের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
গত ২২শে নভেম্বর শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময় উক্ত মসজিদের মুসল্লীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাফেজ মো: সাখাওয়াত হোসেন মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানার এস আই আব্দুল জলিল। সাধারন সভায় উপস্থিত মুসল্লিদের কাছে মসজিদ পূণ:নির্মাণের আয়- ব্যয় হিসাব দেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তীতে মুসল্লিদের পরামর্শ অনুযায়ী নি¤œলিখিত উপদেষ্টা পরিষদ ও মসজিদ পরিচালনা পর্ষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ যথাক্রমে ১.আলহাজ্ব মো: আনসার আলী মাস্টার ২.মো: ইসমাইল হাওলাদার ৩.মো: হারুন হাওলাদার ৪.মো: রেজ্জেক হাওলাদার ৫.মো: মান্নান হাওলাদার।
মসজিদ পরিচালনা পর্ষদ নি¤েœ যথাক্রমে ওয়াকফ স্টেট হওয়ার কারণে মুতাওয়াল্লি পদাধিকার বলে ১. সভাপতি হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন মনির ২.সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম আলতাব ৩.সহ-সভাপতি মিলন মুন্সি ৪.সহ-সভাপতি জসীমউদ্দীন লায়ন মোল্লা ৫.সহ-সভাপতি হুমায়ূন হাওলাদার ৬.সহ-সভাপতি মোঃ সোহেল হাওলাদার ৭.সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মুন্সী ৮.সহ-সম্পাদক মোঃ এনায়েত হাওলাদার ৯.কোষাধক্ষ্য মোহাম্মদ ইয়াসিন সিকদার শাহিন ১০.সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান হাওলাদার মিন্টু ১১.সহ কোষাধ্যক্ষ মোঃ জুয়েল মুন্সী ১২.সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ হোসেন সুলাইমান ১৩.সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল হোসেন ১৪.দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুম হাওলাদার ১৫.সহ দপ্তর সম্পাদক মোঃ শামীম মুজাহিদ ১৬.প্রচার সম্পাদক মোঃ ইউসুফ গাজী ১৭সহ প্রচার সম্পাদক ফিরোজ মুন্সী ১৮.সদস্য মোঃ লাভলু হাওলাদার ১৯.সদস্য আবু কালাম সিকদার ২০.সদস্য মোহাম্মদ দেলোয়ার হাওলাদার ২১সদস্য মহিউদ্দিন হাওলাদার ২২.সদস্য মোহাম্মদ খোকন হাওলাদার ২৩.সদস্য মোঃ শাহিন শিকদার ২৪.সদস্য মোহাম্মদ পারভেজ হোসেন পনু ২৫.সদস্য মোঃ শহিদ হাওলাদার।