3:45 pm , November 27, 2024
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ঐতিহাসিক শহীদ জিয়া খেলার মাঠ ও পোনা নদীর পাড় দখল করে ইট-বালু, গাছের ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসীদের বিরুদ্ধে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত ৫ আগস্ট বিপ্লবের পর কিছু অসাধু ব্যবসায়ীরা খেলার মাঠ দখল করে ইট-বালু ও গাছের ব্যবসা শুরু করে। ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলছে না। মাঠটিতে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা খেলাধুলা সহ বিভিন্ন সময় সভা সমাবেশ হতো। কিন্তু বর্তমানে মাঠটি অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে সংকুচিত হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর একাধিক স্বাস্থ্যকর্মী ও রোগীরা জানিয়েছেন, মাঠের পূর্বপাশে ইট-বালু ও খোয়া স্তূপ করে ব্যবসা করছে কয়েকজন ব্যবসায়ী। এতে মাঠটিতে খেলাধুলায় বিঘœ ঘটছে। হাসপাতালের সামনের মূল সড়ক দিয়ে ইট-বালু,খোয়া ও গাছ বোঝাই করে ট্রাক চলাচল করছে। এতে রোগীদের নানা সমস্যা হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।