3:43 pm , November 27, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। বুধবার বেলা ১১টায় অশি^নী কুমার টাউনহলের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, বরিশাল জেলা শাখা সভাপতি ভূমিহীন নেতা মোঃ হারুন ভান্ডারী। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ কৃষক ফেডারেশন এর ব্যানারে ভূমিহীনরা আন্দোলন সংগ্রাম করে আসছেন। ফ্যাসিবাদ হাসিনা সরকার এই আন্দোলন মেনে নিয়ে আশ্রয়ন প্রকল্প বানিয়ে সারাদেশে ঘর বরাদ্দ দেয়। কিন্তু আওয়ামীলীগের সুবিধাভোগী নেতারা কোটি কোটি টাকা উৎকোচের মাধ্যমে বরাদ্দ ঘর ও জমি ফ্যাসিসবাদ সমর্থক বিত্তশালীদের মধ্যে ভাগ বাটোয়ারা করে। তাদের দাবীর মধ্যে রয়েছে-স্বৈরাচার হাসিনার আমলে বরাদ্দ দেওয়া অবৈধ খাস জমি ও বাতিল করে ক্ষুধা হতদরিদ্র্য প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি ও ঘর অবিলম্বে চিরস্থায়ী বরাদ্দ দিতে হবে। ছাত্রদের সাথে আন্দোলনে যারা চোখ, হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, দ্রব্যমূল্য হ্রাস করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, স্বৈরাচার আওয়ামীলীগের দালাল এসএম বদরুল আলম গংদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও বরিশাল জেলার সভানেত্রী রেহানা বেগম মিতু, জেলার সাধারণ সম্পাদক হালিম মুহরী, সাধারণ সম্পাদিকা রেনু বেগম, মহানগরের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, প্রচার সম্পাদক ইউসুফ আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহরাব সিকদার, প্রচার সম্পাদিকা হীরা বেগম, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, জেলার সদস্য অবিনাশ মিস্ত্রী ও বাদশাহ।