বিভাগের ৬ জেলা ও মহানগর বিএনপির সম্মেলন সম্পন্ন করার নির্দেশ বিভাগের ৬ জেলা ও মহানগর বিএনপির সম্মেলন সম্পন্ন করার নির্দেশ - ajkerparibartan.com
বিভাগের ৬ জেলা ও মহানগর বিএনপির সম্মেলন সম্পন্ন করার নির্দেশ

4:19 pm , November 26, 2024

৬০-৯০ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের অধীন মহানগর ও ৬ জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের জন্য নির্দেশ দিয়েছে হাইকমান্ড। গত ২৫ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে। চিঠিতে বলা হয়েছে ‘মহানগর ও জেলা সমূহের সম্মেলন সম্পন্নের লক্ষ্যে বিভাগের অর্ন্তভুক্ত সকল ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও সকল জেলার কমিটি সম্মেলনের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে’। এ লক্ষ্যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর ও ৬ জেলার আহবায়ক, সদস্য সচিবদের সাথে বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT