4:16 pm , November 26, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান হলেন দক্ষিন অঞ্চলের খ্যাত নামা চিকিৎসক ডাঃ এ এইচ এম রফিকুল বারী। সম্প্রতি তাকে এই পদের দায়িত্ব প্রদান করেন কলেজ অধ্যক্ষ। এর আগে ডাঃ পিসি বিশ^াস ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় বদলী করা হয়। এর পরপরই বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয় ডাঃ মোঃ রফিকুল বারীকে।
চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। উল্লেখ্য, সদালাপি, সদা হাস্যজ্জল ও ধার্মিক হিসেবে চিকিৎসক সমাজে তিনি ব্যাপকভাবে পরিচিত।