বাকেরগঞ্জে ৬ টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর বাকেরগঞ্জে ৬ টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ৬ টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

4:13 pm , November 26, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে ৬ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া কাচা ইট ধ্বংস এবং একটি ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বরিশাল পরিবেশ অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জহিরুল ইসলাম। সেনা বহিনী, বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে সহায়তা করে। অভিযানে ৪ টি ড্রাম চিমনী ও ২ টি অবৈধ জিগজ্যাগ ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT