4:12 pm , November 26, 2024
পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য যোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী ও কর্মচারীসহ বিভিন্ন সরকারি, বেসারকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। গতকাল মঙ্গলবার দিনভর ফুলেল শুভেচ্ছা গ্রহণ ছাড়াও সদ্য নির্মিত মাল্টিপারপাস ভবন পরির্দশন ও হাসপাতালে রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে একাধিক মতবিনিময় সভায় মিলিত হন নতুন পরিচালক। সকাল ৯টায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল শেবাচিম পরিচালককে ফুলের শুভেচ্ছা জানান। এসময় তারা সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। সকাল ১০টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম আরিফুর রহমান ও গণপূর্ত এর নির্বাহী প্রকৌশল মোঃ ফয়সাল আলম পরিচালকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তাদের সাথে নিয়ে পরিচালক সদ্য নির্মিত মাল্টিপারপাস ভবন পরির্দশন করেন। বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এবং ইউরোলজি বিভাগের চিকিৎসকরা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর কে ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। শেবাচিম শাখার জনতা ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজার গোলাম হাফিজ ফুলের শুভেচ্ছা জানান। পরে বরিশাল মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ গোলাম মোর্শেদ ও সংগঠনটির সদস্যবৃন্দ পরিচালককে ফুলের শুভেচ্ছা জানান। বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পরিচালককে ফুলের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীরা পরিচালকের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন। এ কে এম মশিউল মুনীরকে ফুলের শুভেচ্ছা জানান শেবাচিম হাসপাতালের বর্তমান সেবা তত্ত্বাবধায়ক জাকিয়া পারভিন ও বিদায়ী সেবা তত্ত্বাবধায়ক আফরোজা বেগমসহ নার্সবৃন্দ। সর্বশেষ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ও শেবাচিম হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।