4:12 pm , November 26, 2024
পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২৫ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি এএসএম জসিম সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি বদরুল আহসান সাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম খোকন ফলাফল ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফ তৌহিদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. মহিবুল, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ মুহাম্মাদ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফিরোজ, নির্বাহী সদস্য জয় বিশ্বাস, সদস্য রফিকুল ইসলাম, সহযোগী সদস্য মো. বেল্লাল হোসেন, মো. জামাল হোসেন, মো. মাইনুল হাসান।