4:20 pm , November 25, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বহুতল ভবন নির্মানের প্লান সংক্রান্ত জটিলতা নিরসনসহ বিভিন্ন দাবীতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার রাত ৯টায় সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন বরিশাল নাগরিক অধিকার আন্দোলন এর পক্ষ থেকে এই স্মারকলিপি দেয়া হয়। নগরভবনে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বরিশাল নাগরিক অধিকার আন্দোলন এর আহবায়ক মোঃ মিজনুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব প্রকৌশলী মোঃ আবু সালেহ, যুগ্ম সদস্য সচিব রিয়াদুল আহসান সহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগরবাসীরা প্রায় দেড় বছর ধরে ছয় তলার উপরে কোন প্লান অনুমোদন পাচ্ছে না। যা নগর উন্নয়নে বড় বাধা। এ সমস্যা নিরসনে ১০টি দাবী জানানো হয়। দাবিগুলো হলো- ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ এর উপ-বিধি (৭) অনুসারে ৪৫ দিনের মধ্যে প্লান অনুমোদন দেয়া, শহরের অধিকাংশ রাস্তার প্রশস্ততা কম তাই রাস্তার প্রশস্ততার ক্ষেত্রে গতানুগতিক ও প্রচলিত নিয়মে প্লানের অনুমোদন দেয়া, গেজেট বহির্ভূত ও অকার্যকর মাষ্টার প্লানের অজুহাত দাঁড় করানো বন্ধ করা, ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ বহির্ভূত ভূমি ব্যবহার ছাড়পত্র (খটঈ) প্রথা বাতিল করা, ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ এর তফসিল-২ অনুসারে প্লান অনুমোদনের ফি নির্ধারন করা, যে সমস্ত এলাকায় কিংবা বাড়িতে পানির সরবরাহ লাইন সংযোগ করা হয়নি সেই সব এলাকার জনগনকে পানির বিল থেকে অব্যাহতি দেয়া, ভবনে বসবাস শুরু করার পূর্ব পর্যন্ত হোল্ডিং ও পানির বিল নেয়া বন্ধ করা, প্লান অনুমোদন সহ সকল ধরনের সেবা প্রাপ্তির ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা চালু করা, পূর্বে ভরাটকৃত ব্যক্তিগত রেকর্ডিয় জমির শ্রেণিতে পুকুর উল্লেখ থাকলে প্লান অনুমোদন প্রক্রিয়া বাধাগ্রস্ত না করা এবং খালের পাড়ে সংশ্লিষ্ট এলাকার মানুষের রেকর্ডিয় জমির ক্ষেত্রে ইমারত নির্মানে জমি ছাড়ের ক্ষেত্রে যুক্তিসংগত ও বাস্তব ভিত্তিক সমাধান করা।
স্মারকলিপি গ্রহণকালে বিসিসির প্রশাসক বিভাগীয় কমিশনার রায়হান কাওসার দাবীগুলো বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।