4:19 pm , November 25, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ মামলা দিয়ে হয়রানি এবং নির্যাতনের অভিযোগ এনে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার, কোতয়ালী মডেল থানার ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে নালিশী মামলা করা হয়েছে। সোমবার বরিশাল মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয় বলে বেঞ্চ সহকারী মো. মিজানুর রহমান জানিয়েছেন। মহানগর হাকিম নুরুল আমিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মাওলানা কামাল হোসেন খান নলছিটি পৌরসভার বাসিন্দা। তিনি ২০০২ সালে পৌর জামায়াতের আমির ছিলেন বলে মামলায় উল্লেখ করেছেন।
বিবাদীরা হলেন : মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল, সাবেক ওসি সাখাওয়াত হোসেন, এসআই মো. মহিউদ্দিন, মো. ফিরোজ, মো. শামিম, দ্বিপায়ন, এএসআই নজরুল ইসলাম, মেহেদি হাসান, কনষ্টেবল মো. ইউনুস, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম ও নয়ন চন্দ্র সরকার।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ২৭ নভেম্বর জামায়াত নেতাকে আটক করে পুলিশ মামলা করে। আটকের পর থানায় নিয়ে ওপর নির্যাতন চালানো হয়। এরপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। চারমাস ২২ দিন তিনি কারান্তরীন ছিলেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ঘটনার ৬ বছর পর ন্যায় বিচার পেতে মামলা করেছেন।
মামলার বাদী জামায়াত নেতা কামাল হোসেন খান বলেন, এর আগেও আমি এ ঘটনায় আদালতে মামলা করেছিলাম। আদালত ওই মামলা খারিজ করে দেয়। দেশের অবস্থা পরিবর্তন হলে পূনরায় থানায় মামলা করতে গিয়েছি। কিন্তু পুলিশের কাছে গিয়ে ন্যায় বিচার পাবো না মনে হওয়ায় আদালতে মামলা করেছি।
নলছিটি উপজেলা জামায়াতের আমীর মো. জাকির হোসেন খান বলেন, কামাল হোসেন খান জামায়াতের আমির ছিলেন না। তিনি নিজেকে জামায়াত নেতা পরিচয় দেয়।
এ বিষয়ে কামাল হোসেন খান বলেন, আমি যখন জামায়াতের আমির ছিলাম, তখন তারা ছিলেন না। বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে কাজ করছি।