চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার ॥ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার ॥ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা - ajkerparibartan.com
চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার ॥ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

4:18 pm , November 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার করার অভিযোগে ৪জনের বিরুদ্ধে গতকাল সোমবার মানবপাচার আদালতে মামলা হয়েছে। বিচারক সোহেল আহমেদ মামলাটি আমলে নিয়ে বিমানবন্দর থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : নগরীর ২৭ নং ওয়ার্ডের কুদঘাটা গ্রামের গোবিন্দ চন্দ্র দাস, আকাশ রাণী দাস, কাজল চন্দ্র দাস ও সাগর চন্দ্র দাস। বাদী সাদ্দাম হাওলাদার মামলায় উল্লেখ করেন-আসামিরা বাদিকে সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার কথা বলে ২০২৩ সালের ৩০শে জানুয়ারি সহ বিভিন্ন তারিখে ৫ লক্ষ টাকা নেয়। এরপর ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি বাদিকে সৌদি আরব নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর ভাল চাকরি না দিয়ে একটি ঘরে আটকে রাখে। এরপর বাদির উপর নির্যাতন চালায়। বাদী পাসপোর্ট ফেরৎ চাইলে আসামিরা আরো এক লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। প্রাণ বাঁচাতে বাদি আসামিদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন। বাদি আসামিদের মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিছুদিন পর সৌদি আরব থেকে বাদি বাংলাদেশে এসে আসামিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করলে বিচারক  বিমানবন্দর থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই  আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ তুহিন মোল্লা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT