বাবুগঞ্জে স্কুল থেকে ২০টি ল্যাপটপ চুরি বাবুগঞ্জে স্কুল থেকে ২০টি ল্যাপটপ চুরি - ajkerparibartan.com
বাবুগঞ্জে স্কুল থেকে ২০টি ল্যাপটপ চুরি

4:08 pm , November 24, 2024

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ রুমের তালা ভেঙ্গে ২০ টি ল্যাপটপ নিয়ে গেছে চোরচক্র। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল বলেন, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে তাকে জানানো হয় বিদ্যালয় ভবনের গেটের তালা অক্ষত থাকা অবস্থায় ডিজিটাল ল্যাবের তালা ভেঙ্গে ল্যাপটপ চুরি হয়েছে। দ্রুত তিনি বিদ্যালয়ে এসে দেখতে পান ২২টি ল্যাপটপের মধ্যে নষ্ট দুইটি ল্যাপটপ রেখে গেছে চোররা। প্রধান শিক্ষকের ধারণা পরিচিত ব্যক্তিরা চুরির এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি বাবুগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
নৈশ প্রহরী মুসলেম আলী বলেন, প্রতিদিন রাতে স্কুলের সকল তালা তিনি চেক করে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে অফিস থেকে জানানো হয় স্কুলের সব ল্যাপটপ চুরি হয়েছে।
বাবুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির কারণে এখনও থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছেন। আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT