ভান্ডারিয়ায় জেলি পুশকৃত চিংড়ি জব্দ ভান্ডারিয়ায় জেলি পুশকৃত চিংড়ি জব্দ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় জেলি পুশকৃত চিংড়ি জব্দ

4:03 pm , November 24, 2024

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় অবৈধভাবে জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া বাজারে  অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়।  উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০ কেজি ৮ গ্রাম জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। মাছ বিক্রেতা ও মৎস্য আড়ৎদার পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চিংড়ির আনুমানিক  মূল্য  ২০ হাজার ৮শ টাকা । দুপুর ১টার দিকে চিংড়িতে ডিজেল মিশ্রিত করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT