4:03 pm , November 24, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুররশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মো: খাইরুল ইসলাম, মো: জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ, হাসান সরদার জুয়েল, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাব সদস্য মো: আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আল আমিন তালুকদার।