মামলার চার্জশীট দিলেও গ্রেফতার হয়নি আসামী মামলার চার্জশীট দিলেও গ্রেফতার হয়নি আসামী - ajkerparibartan.com
মামলার চার্জশীট দিলেও গ্রেফতার হয়নি আসামী

4:02 pm , November 24, 2024

চরমোনাইতে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের চরমোনাইতে জিহাদ হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় চার্জশীট জমা দিলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে আসামীরা। মামলা দায়েরের পর ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে চার্জশীট দিয়েই দায় সেরেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান। আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা তাও জানা নেই।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর আসামী মাহবুব ও আজমান শরীফ নাদিম কে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয় চার্জশীটে।
তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আসামীদের ধরতে বেশ কয়েকবার  অভিযান পরিচালনা এবং সোর্স নিয়োগ করেছিলাম। কিন্তু আসামীরা ওই সময়ে এলাকায় অবস্থান করেনি। যে কারনে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীরা পলাতক থাকায় চার্জশীটে আমি আদালতের কাছে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার অনুরোধ করেছি। কিন্তু পরোয়ারা জারি হয়েছে কিনা তা আমার জানা নেই।
প্রসঙ্গত,গত ১৪ এপ্রিল রাতে সন্ত্রাসীরা নগরীর পলাশপুরের বাসিন্দা জামাল হাওলাদের ছেলে জিহাদ হাওলাদারকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জিহাদের মা লাইজু বেগম বাদী হয়ে মাহবুব ও আজমান শরীফ নাদিমকে আসামী করে মামলা দায়ের করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT