4:01 pm , November 24, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশ কৃষি ব্যাংক-এর নবান্ন উৎসবে বরিশাল অঞ্চলে প্রায় ৮৭ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের পাশাপাশি ৬৫ কোটি টাকার ঋণ আদায় হয়েছে। গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের সর্ববৃহৎ বিশেষায়িত রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকটির নবান্ন উৎসব পালিত হয়। প্রতিবছর অগ্রহায়ন মাসে আমন কাটার মৌসুমকে লক্ষ্য রেখে দেশের প্রধান কৃষিঋণ বিতরণকারী এ ব্যাংকটি নবান্ন উৎসব পালন করে থাকে।
এবার বর্ষা মৌসুমে বৃষ্টির অভাবের সাথে শরতের শেষে হেমন্তের বিলম্বিত বর্ষণে বরিশাল অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল ‘আমন’এর আবাদ বিলম্বিত হওয়ায় অগ্রহায়নের চিরচেনা রুপ অনুপস্থিত। ফলে কৃষিনির্ভর বরিশাল অঞ্চলের কৃষি অর্থনীতি কিছুটা অনিশ্চয়তার দোলাচলে। চলতি খরিফ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৮ লাখ হেক্টরে আমন আবাদ লক্ষ্য অর্জনের ফলে প্রায় ২৪ লাখ টন চাল উৎপাদনের আশায় বুক বেঁধে আছেন এ অঞ্চলের কৃষিযোদ্ধারা। আর এ লক্ষ্যে কৃষি ব্যাংক ব্যাপক ভূমিকা পালন করছে।
প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল কৃষি অঞ্চলে কৃষি ঋণের উল্লেখযোগ্য অংশ কৃষি ব্যাংক বিতরণ করলেও এখনো অনেক ক্ষেত্রেই কৃষিযোদ্ধাদের মহাজনের চড়া সুদের ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। এর পরেও এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে কৃষি ব্যাংকই এককভাবে অগ্রণী ভূমিকা পালন করছে।
গত ১৭ থেকে ২১ নভেম্বর নবান্ন উৎসবের সময়ে কৃষি ব্যাংকের বরিশাল অঞ্চলের ১২৯টি শাখা ৩০ কোটি টাকার নতুন আমানত সংগ্রহের সাথে ৮৬.৭৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এসময়ে ব্যাংকটি শ্রেণীকৃত ঋণ, শ্রেণীযোগ্য ঋণ, দ্বিগুনের আওতায় আদায়যোগ্য ঋণ এবং পুন:তফসীলকৃত ঋণ সহ মোট প্রায় ৬৩ কোটি টাকা আদায়ে সক্ষম হয়। নবান্ন উৎসবের এ সময়ে বরিশাল অঞ্চলে বাংলাদশ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা বৈদেশিক রেমিটেন্স প্রদান করা হয়েছে।
দেশের সর্ববৃহৎ বিশেষায়িত এ ব্যাংকটি বরিশাল অঞ্চলে শষ্যঋণ সহ মৎস্য, প্রাণী সম্পদ,দরিদ্র বিমোচন খাতে প্রায় ১২শ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারন করেছে। গত ২১ নভেম্বর পর্যন্ত ব্যাংকটি বরিশাল অঞ্চলে বিভিন্ন খাতে প্রায় পৌনে ৫শ কোটি টাকা বিতরণে সক্ষম হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৭.৬২ কোটি টাকা বেশী।
এছাড়াও ব্যাংকটি এসএমই, কৃষিভিত্তিক শিল্প সহ অন্যান্য খাতে ৭৬০ কোটি টাকা সহ চলতি অর্থ বছরে সর্বমোট প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। গত ২১ নভেম্বর পর্যন্ত প্রায় ৬৩০ কোটি টাকা বিতরণ সম্ভব হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১০ কোটি টাকা বেশী বলে জানা গেছে।
অপরদিকে ব্যাপক জনবল সংকটের মধ্যেও চলতি অর্থ বছরে কৃষি ব্যাংক বরিশাল অঞ্চলে ১ হাজার ৫৮৬ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছে বলে জানা গেছে। যার বিপরীতে ২১ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির বরিশাল অঞ্চলের ১২৯টি শাখা পৌনে ৫শ কোটি টাকারও বেশী আদায়ে সক্ষম হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯৫ কোটি টাকা বেশী। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ এ ব্যাংকটির বরিশাল অঞ্চলে মঞ্জুরীকৃত জনবলের প্রায় ৬০ ভাগ পদই শূন্য।
গত অর্থ বছরে বরিশাল অঞ্চলে কৃষি ব্যাংক ১.৯৩ কোটি টাকা নীট লোকসান দিলেও চলতি অর্থ বছরে ২০ কোটি টাকা মুনাফা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম সাড়ে ৫ মাসেই প্রায় ২২ কোটি টাকা মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির বরিশাল বিভাগের জিএম আজিজুর রহমান ফকির। গত অর্থ বছরে বরিশালে ব্যাংকটির ৫৬টি শাখা লোকসানে থাকলেও গত সাড়ে ৫ মাসে তা ১২টিতে নামিয়ে আনা সম্ভব হয়েছে। চলতি অর্থ বছরের শেষে লোকাসানী শাখার সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে ব্যাংকটির প্রতিটি কর্মী কাজ করছে বলে জানান জেনারেল ম্যানেজার।