সাবেক এমপি টিপুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সাবেক এমপি টিপুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
সাবেক এমপি টিপুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

4:00 pm , November 24, 2024

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক ও সাবেক এমপি শেখ মোহাম্মদ টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল ও ফারজানা বিনতে ওহাব সহ ১১ জনকে আসামি করে মামলা হয়েছে।
গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এতে ১১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন : বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ আখতারুজ্জামান মিলন, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মজিবুর রহমান কিসলু,মোঃ রিয়াজ সরদার, মোঃ সোহেল সরদার, আতিকুর রহমান।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসামীরা বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্র দেখিয়ে ধানের শীষের এজেন্টদের মারধর করে কেন্দ্র দখল করে। এসময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT