3:59 pm , November 24, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর ২০২৫ – ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২১শে নভেম্বর নগরীর একটি অডিটোরিয়ামে মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এর সভাপতিত্বে নির্বাচিত ও মনোনীত মজলিসে শুরা সদস্যদের শপথের পরে তাদের মতামতের ভিত্তিতে নতুন কর্মপরিষদ গঠিত হয়। মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক মহানগরী নায়েবে আমির হিসেবে অধ্যাপক হোসাইন ইবনে আহমেদ ও সেক্রেটারি হিসেবে মাওলানা মতিউর রহমান এবং সহকারি সেক্রেটারি হিসেবে তিনজন যথাক্রমে মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক ও তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
মহানগরী কর্মপরিষদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল ও শামীম কবির।