4:15 pm , November 23, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ দুই মাহেন্দ্র চালকের মধ্যে দ্বন্দ্বের জেরে গৌরনদীতে শুক্রবার রাতে যুবদলকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসময় যুবদলের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোড় বাসষ্ট্যান্ড এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন : বাটাজোড় ইউনিয়ন যুবদলের কর্মী রনি সরদার (৩০) ও তার ভাই আমির হোসেন (৩৫) এবং পৌরসভার কাশেমাবাদ মহল্লার বাসিন্দা শাওন (২৫)। প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন জানান, বাটাজোর ও পৌরসভার কাসেমাবাদ এলাকার দুই মাহেন্দ্র চালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই চালকের বিরোধ মিমাংসা করে দেন। এসময় কাসেমাবাদ এলাকার মাহেন্দ্র চালক মিমাংসাকারী একজনের সাথে খারাপ আচরণ করলে তাকে একটি চড় দেন যুবদলকর্মী রনি। ওই থাপ্পরের জেরধরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা গটে।
উপজেলার বাটাজোড় ইউনিয়ন যুবদলের সদস্য আহত রনি সরদার অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌর যুবদরের সদস্য হীরা সরদারের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাটাজোড় বাসষ্ট্যান্ডের ঈগল কাউন্টারের সামনে গিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে রক্ষায় আমার ভাই আমির হোসেন (৩৫) এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অভিযোগ অস্বীকার করে গৌরনদী পৌর যুবদরের সদস্য হীরা সরদার বলেন, রনির নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী রাতে বাটাজোড় বাসষ্ট্যান্ডে আমার সমর্থক যুবদলকর্মী শাওনকে (২৫) পিটিয়ে জখম করে পুলিশের হাতে তুলে দেয়। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় রনি বাদি হয়ে রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। শাওন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।