4:13 pm , November 23, 2024
বানারীপাড়ায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল বানারীপাড়ার শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাসদের উপজেলা সভাপতি শ্যামল চন্দ্র মিত্র। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খাঁন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ। উপজেলা সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বাদল,বরিশাল জেলা জাসদের সাধারণ সম্পাদক সানাউল হক সানা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থ দেব মন্ডল, বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মনতোষ সিকদার,বানারীপাড়া পৌর জাসদের সভাপতি হিরু আহমেদ,উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সমিরন ঘরামী, সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ,যুব জোট নেতা মিরাজ আহমেদ, উপজেলা প্রচার সম্পাদক জাকির হোসেন,জিলন ফরাজী প্রমুখ। প্রধান অতিথি বলেন, ১৯৭২ সালের পর থেকে শেখ মুজিব জনগনের উপর শোষণ,নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে বিকল করার চেষ্টা করেছে। যা অনুসরণ করে পরবর্তীতে হত্যা,গুম,খুন,লুটের মধ্যে দিয়ে বাস্তবায়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
ছাত্রজনতার গণহত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুর আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারকে দেশ সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচন দানে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ জাসদ।