3:24 pm , November 23, 2024
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জাপানি অর্থ সহায়তায় নির্মিত ব্র্যাক হাউজগুলোর অধিকাংশ ঘর এখন খালি পড়ে আছে। উপজেলায় জয়কুল গ্রামে ১৯৮৮ সালে প্রথম ভিটা-মাটি হারানো ছিন্নমূল্য মানুষদের জন্য সরকারিভাবে জাপানী অর্থায়নে ৯০টি ব্র্যাক হাউজ নির্মান করা হয়। সে সময় ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছিলেন। পরবর্তী সময় ঘরগুলো প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রন্থ হয়। কোনো কোনো ঘরের চালা উড়ে যায় আবার কোনোটা ভেঙ্গে পড়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি অনেকে ব্র্যাক হাউজ ছেড়ে অন্যত্র চলে যায়। ২০১৭-২০১৮ অর্থ বছরে ফের জাপানি অর্থায়নে দুই কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মান করা হয়। ঘরগুলোতে আধুনিকতার সকল ব্যবস্থা থাকলেও পরিবারের লোক সংখ্যা বাড়তে থাকায় অনেকে দুই কক্ষের এ ঘর ছেড়ে চলে গেছেন বলে জানান সুবিধাভোগী মরিয়ম বেগম ও আলী হোসেন। এব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ভবনের অনেক ঘর খালি রয়েছে এটা ঠিক। তবে অধিকাংশ ঘরে লাকজন বসবাস করছে।