উজিরপুরে নসিমন-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চালক নিহত উজিরপুরে নসিমন-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চালক নিহত - ajkerparibartan.com
উজিরপুরে নসিমন-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চালক নিহত

3:24 pm , November 23, 2024

উজিরপুর প্রতিবেদক ॥ ইট বোঝাই ট্রলি নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইলের চালক রোকন হাওলাদার (২২) নিহত হয়েছেন। সে উপজেলার ধামস্বর গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।  গত শনিবার সকাল ৯টায় উপজেলার তারাবাড়ি এলাকায়  এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারাবাড়ি নতুন শিকারপুর আঞ্চলিক সড়কের অন্দির মোড় এলাকায় সকালে ইট বোঝাই ট্রলির সাথে বিপরীতগামী মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রোকন মারা যায়। উজিরপুর মডেল থানার ওসি মো:  অব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT