3:23 pm , November 23, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পানিতে ডুবে মুমিন হোসেন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মুমিন হোসেন নয়াকান্দি গ্রামের কবির হোসেন হাওলাদারের ছেলে। সে খেলতে গিয়ে বাড়ির সামনে ডোবায় ডুবে যায় বলে জানান তার স্বজনরা। বেশ কিছু সময় পরে তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে ডোবা থেকে উদ্ধার মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, পরিবারের কারও অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।