প্লাস্টিক দূষণ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে বরিশালে মতবিনিময় প্লাস্টিক দূষণ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে বরিশালে মতবিনিময় - ajkerparibartan.com
প্লাস্টিক দূষণ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে বরিশালে মতবিনিময়

3:24 pm , November 22, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইকে জোরদার করার লক্ষ্যে ‘প্লাস্টিক দূষণ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উন্নয়ন ব্যক্তিত্ব আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে বক্তারা বলেন, উন্নত বিশ্বে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকায় পরিবেশের ঝুঁকি কম হলেও আমাদের গারবেজ সিস্টেম উন্নত না হওয়ায় এই ঝুঁকির পরিমাণ অনেকটা বেশি।  আমেরিকায় প্রতিবছর মাথাপিছু ১০৯ কেজি প্লাস্টিকের ব্যবহার হয়। বাংলাদেশের শুধুমাত্র ঢাকায় মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বছরে ২৪ কেজি। অথচ উন্নত ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম না থাকায় ঝুঁঁকির পরিমাণ আমেরিকার চেয়েও বেশি। বক্তারা আরো বলেন, পরিবেশ বিপর্যয়ের শিকার আমরা সকলেই। মাইক্রো প্লাস্টিক আমাদের শস্য ও মৎস্য উৎপাদনে ইতিমধ্যে প্রভাব ফেলেছে। গবেষণার দেখা গেছে ৯৩ ভাগ বোতলজাত পানীয়তে মাইক্রো প্লাস্টিক রয়েছে। বিশ্বে এখন বছরে ৪৬০ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার হচ্ছে। বাংলাদেশের প্লাস্টিক ৪০ হাজার কোটি টাকার উপরে। বিশ্বে বাণিজ্যিক প্লাস্টিক উৎপাদনের নয় ভাগ মাত্র রিসাইকেল হতে পারছে। এরফলে ৭৫ ভাগের বেশি প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরের ঠাঁই নিয়েছে। ঢাকা শহরের প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে। এভাবে প্লাস্টিক বোর্ড যে আমাদের জীবন ও জগতকে প্রবাহিত করছে।
ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গ্রামবাংলা উন্নয়ন কমিটির কমিউনিকেশন ও নেটওয়ার্কিং অফিসার আলী আজম আজমান, প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন, সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT