বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - ajkerparibartan.com
বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3:23 pm , November 22, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বাসদনেত্রী মনীষা চক্রবর্তী বলেছেন, ভোলার গ্যাস বরিশালে চাই। একইসাথে শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার বাস্তবায়ন এবং ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার প্রশ্নে কোনো আপোষ নেই। গতকাল শুক্রবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ব্যাটারিচালিত যানবাহন নিষেধাজ্ঞার বিরোধিতা করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্ট নিষেধাজ্ঞা দেয়, এটা কি মামা বাড়ির আবদার? ৫০ লক্ষ মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ বিপ্লবের ১০৭তম দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন মনীষা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু সহ আরো অনেকে। পরে নগরীতে র‌্যালী বের করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT