3:21 pm , November 22, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন : পিকআপ ভ্যানের চালক মুকুল (৩৫) এবং ব্যবসায়ী মো. বাদল মোল্লা (৪০)। তাদের দুজনের বাড়িই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।
পিকআপের ভেতর থেকে চালক ও একজন ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।