প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প - ajkerparibartan.com
প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প

3:19 pm , November 22, 2024

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প। ফলে এ শিল্পের সাথে জড়িত থাকা পরিবারগুলো এখন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছেনা। বর্তমানে প্লাস্টিকের মালামাল বেশি বিক্রি হচ্ছে।
উপজেলার বিভিন্ন গ্রামে এ পেশায় থাকা লোকজনের সাথে কথা বলে জানা যায়, পূর্ব পুরুষদের পেশা ধরে রাখতে সাজি,  কুলা, ডালা, চালুন, মুরগী আটকানোর ঢাকনা, চাই-বুচনা ইত্যাদি নিজেদের হাতে তৈরী করছেন। আমন মৌসুমে ধান ঘরে তোলার সময় এর ব্যবহার বেড়ে যায়।
কাউখালীর হাটে বাঁশ শিল্প  বিক্রি করতে আসা উপজেলার সোনাকুর গ্রামের সুনীল হালদার বলেন, আগে  দিন-রাত পরিশ্রম করে কাজ করতাম কিন্তু এখন চাহিদা এবং লাভ কম হওয়ায় কাজ কমে গেছে। একটি বাঁশের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। একটি বাঁশ থেকে ৪/৫টি সাজি তৈরি করা যায়। প্রতিহাটে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বিক্রি করলে ২ হাজার টাকা আয় হয়। এই সামান্য আয় দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। উপজেলার সোনাকুর গ্রামের নিরঞ্জন বিশ্বাস বলেন, এই ব্যবসা আমাদের ২৫ বছর ধরে চলছে। বর্তমানে প্লাস্টিকের দাপটে আমাদের ব্যবসা আগের মত হয়না। তাছাড়া ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যাচ্ছে না। ফলে ভবিষ্যতে এই ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসায় জড়িয়ে পড়া ছাড়া আর বিকল্প কোন পদ থাকবে না। বর্তমানে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের  যে দাম তাতে আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকা মুশকিল। উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আমাদের সকলের উচিত বাঁশের তৈরির বিভিন্ন মালামাল ক্রয় করে এই শিল্পকে টিকিয়ে রাখা। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়া উচিৎ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT