3:14 pm , November 22, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর ইউনুস খানের ৩০তম মৃত্যু বার্ষিকিতে বাকশিসের আয়োজনে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় বাকশিস এর কার্যালয়ে আয়োজনে সভাপত্বি করেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহব্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. লিয়াকত হোসেন, বিশেষ অতিথি ছিলেন মরহুম ইউনুস খানের মেঝ ছেলে ইঞ্জিনিয়ার আরিফুর রহমান ইভান। বাকশিস নেতা অধ্যাপক মোশারেফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকশিস বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ হানিদ হোসেন তালুকদার, অধ্যাপক ইব্রাহিম বিশ্বস, অধ্যক্ষ ইউনুস খানের মৃত্যু বার্ষিকী বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মোসাদ্দেক হোসেন, সদস্য সচিব অধ্যাপক মাহাবুব হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন, ডা: মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস কামরুজ্জামান আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ প্রনব কুমার বেপারি, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আঞ্চলিক সাধারন সম্পাদক রেজাউল করিম, গনসংহতি আন্দোলন বরিশালের প্রধান সমন্বয়ক দেওয়ান, আবদুর রশিদ নিলু, জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার সদস্য সচিব এ্যাড. এমএ জলিল সহ বরিশালের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অধ্যক্ষ মো. ইউনুস খান এবং সদ্য প্রায়ত বাকশিস কেন্দ্রীয় সাধারন সম্পাদক অধ্যক্ষ প্রফেসর ফয়েজ আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকশিস নেতা বরিশাল ইসলামিয়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।