3:36 pm , November 21, 2024
মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগে একই পরিবারের ৭জনসহ ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে গোসাইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের মিটার রিডার রুবেল হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন। এতে উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের সালাম মুন্সী, তার স্ত্রী, ৪ ছেলে ও এক পুত্রবধুকে আসামি করা হয়েছে।
এব্যাপারে জহির মুন্সী পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার কথা অস্বীকার করে বলেন, পল্লী বিদ্যুতের মিটার রিডার রুবেল হাওলাদার নিজের ইচ্ছেমতো রিডিং করে অতিরিক্ত বিল করে থাকেন। গত ১৯ নভেম্বর তাকে মিটার দেখে বিল করতে বলায় ক্ষিপ্ত হলে তার সঙ্গে কথার কাটাকাটি হয়। পরে পল্লী বিদ্যুতের ১জন লোক মোটরসাইকেল নিয়ে এলাকায় প্রবেশ করে হামলা চালায় এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। উল্টো তারাই একই পরিবারের ৭জনসহ এলাকার ১১জন গ্রাহকের নামে মিথ্যা মামলা করেছেন।
ভেদুরিয়া গ্রামের সালাম মুন্সী জানান, পল্লী বিদ্যুতের লোকজন গ্রাহক হয়রানি করে থাকেন। হয়রানির প্রতিবাদ করায় গত ১৯ নভেম্বর গোসাইরহাট পল্লী বিদ্যুতের লোকজন হামলা চালিয়ে নারী-পুরুষসহ ৮-১০জনকে আহত করেছে। এছাড়া ৭টি বসতঘর ও ২টি দোকানের মিটার ও তার খুলে নিয়ে গেছে।
অপরদিকে, ওই ঘটনার জেরধরে ৬০ ঘন্টা পরেও উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া, ষোলঘর এলাকায় বিদ্যুৎ লাইন চালু করেনি গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস। ফলে ওই এলাকার ৭ শতাধিক গ্রাহক দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানান স্থানীয়রা।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।