সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণে বরিশালে আলোচনা ও দোয়া সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণে বরিশালে আলোচনা ও দোয়া - ajkerparibartan.com
সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণে বরিশালে আলোচনা ও দোয়া

3:35 pm , November 21, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ সাংবাদিক ও কলামিস্ট, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বরিশালে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার বিভাগীয় সভাপতি বীরেন্দ্র নাথ সমাদ্দার। আলতাফ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সভাপতি এম আর প্রিন্স।অনুষ্ঠান বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ এবং জেলা সেক্রেটারী আরিফুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলতাফ হোসেনের জীবনচারণ নিয়ে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি জামাল হোসেন, মো: খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, মো: কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মো: আতিকুর রহমান আজাদ, সহকারী মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব মো: আবেদ আলী সহ নেতৃবৃন্দ। সভায় সংস্থার পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ, বাকেরগঞ্জ শাখা ও মুলাদী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বরিশাল জেলা শাখার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT