স্ব-নির্ভর নারীদের প্রশিক্ষণ ॥ ৩০ জন পেলেন সনদ ও সম্মানী স্ব-নির্ভর নারীদের প্রশিক্ষণ ॥ ৩০ জন পেলেন সনদ ও সম্মানী - ajkerparibartan.com
স্ব-নির্ভর নারীদের প্রশিক্ষণ ॥ ৩০ জন পেলেন সনদ ও সম্মানী

3:35 pm , November 21, 2024

বিশেষ প্রতিবেদক ॥ হীরা ভিলা নামের তিনতলা ভবনের ছাদে হতদরিদ্র নারীদের ভিড়। ছিলো শিশুদের ছুটোছুটিও। নারীদের কারো হাতে বেতের তৈরি ঝুড়ি, ব্যাগ, ফুলদানি, শোপিস। আবার কারো হাতে কাপড়ের রকমারি ডিজাইনের মোবাইল ব্যাগ, ফ্রগ, সালোয়ার-কামিজ আবার কেউ এনেছেন ডিম। এরা সবাই এই হীরা ভিলার বাড়ির ছাদে গত তিনমাস প্রশিক্ষণ নিয়েছেন হাঁস-মুরগি পালনের।  আয়েশা নামে একজন গতকাল তার মুরগী বিক্রি করে টিসিবির পণ্য কিনতে পেরেছেন বলে গর্ব করলেন। নিজের হাতে তৈরি চমৎকার একটি টিনেজার ফ্রগ বা মেয়েদের জামা বিক্রি করলেন রহিমা খাতুন। যদিও গত একমাস তারা এখানে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ পেয়েছেন, তবে এর আগে দুমাস পেয়েছেন টেইলারিং সহ হস্তশিল্প বুননের ট্রেনিং।  এই আত্মনির্ভরশীল হবার যুদ্ধরত ত্রিশজন নারী প্রশিক্ষণ শেষ হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের সনদপত্র তুলে দিতে এসেছেন বরিশালের নারী নেত্রী ও বরিশাল উইমেন চেম্বারের সভাপতি
বিলকিস আহমেদ লিলি। তিনি জানালেন,  এই মেয়েদের প্রশিক্ষণ দেয়া থেকে শুরু করে তাদের টেককেয়ার করা পুরোটাই করেছেন মুন্নিস ড্রিম নারী কল্যান সমিতির রেবেকা আক্তার। এটা তারই বাড়ি। উইমেন্স চেম্বারের সহযোগী সংগঠন উষানা যুব উন্নয়ন সংগঠন এ জাতীয় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার কাজ করছে। যে কাজের সমান অংশীদার এই মুন্নিস ড্রিম নারী কল্যান সমিতির পরিচালক রেবেকা আক্তার।
নারী উদ্যোক্তা রেবেকা আক্তার গত দুবছর ধরে বরিশালের ২৯ নং ওয়ার্ডের একতাবাজার, বাঘিয়া, লাকুটিয়া সড়কের আশেপাশের হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করছে। নারী সংগঠক এবং যুব উন্নয়ন থেকে ২০১৬ তে জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত
ইসমত ফারহানা, জামদানী নিয়ে কর্মরত রাহিমা আক্তার এবং নারী স্বাস্থ্য নিয়ে কর্মরত ফাহরাবি বিনতে সাদেক এই সনদপত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আগত হতদরিদ্র ও প্রশিক্ষণ সমাপ্ত করা নারীদের কয়েকজন বললেন, রেবেকা আক্তার আমাদের হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন। শুধু হাঁস-মুরগি নয়, ব্লক বাটিক, কৃষি, টেইলারিং ইত্যাদি অনেক বিষয়েই তিনি আমাদের শিখিয়েছেন। তার থেকে খুব সহজেই আমরা জানতে ও বুঝতে পারি। অন্য আপারাও দেখান তবে রেবেকা আপাকে আমরা সহজেই কাছে পাচ্ছি বলে জানান তারা।
রেবেকা  ও তার মুন্নিস ড্রিম নারী কল্যান সমিতির নাম এখন লাকুটিয়া সড়কের প্রায় সকলের মুখে মুখে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT