3:29 pm , November 21, 2024
একটি মামলায় ৩০ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়েছিলো আগৈলঝাড়ার হুমায়ন কবির। মুক্তি পেলেও জীবন সংসার কিভাবে চালাবেন তা নিয়ে তার হতাশার কমতি ছিল না। দীর্ঘ দিনের কারাভোগে এখন সবকিছু তার কাছে এলোমেলো। সুন্দর জীবন যাপনের পথ অজানা। তার চিন্তা দূর হওয়ার সহায়ক হিসেবে কারা ফটকের সামনে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে তার হাতে একটি রিক্সা ভ্যান তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক এবং সিনিয়র জেল সুপার উপস্থিত ছিলেন। ভ্যান পেয়ে তার মুক্তির আনন্দে বাড়তি মাত্রা আসে -পরিবর্তন।