4:03 pm , November 20, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা জামায়াতের আমীর আব্দুল জব্বার। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনজীবীরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে ৩০ গোডাউন বধ্যভূমিতে পুষ্প মাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।