আলোচিত আনিচ হত্যা মামলার আসামী মা-ছেলে গ্রেপ্তার আলোচিত আনিচ হত্যা মামলার আসামী মা-ছেলে গ্রেপ্তার - ajkerparibartan.com
আলোচিত আনিচ হত্যা মামলার আসামী মা-ছেলে গ্রেপ্তার

3:59 pm , November 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের চরআবদানী গ্রামের আলোচিত আনিচুর রহমান হত্যা মামলার প্রধান আসামী আলভি ও ৩ নম্বর আসামী তার মা ঝুমুর বেগমকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। এরআগে ওই মামলার ২ নম্বর আসামি লোড সুমনকে (১৮ নভেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা। তিনি বলেন, জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানকে ঘিরে পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা উঠে যায়। তবে ধীরে ধীরে মানুষের আস্থা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর নির্দেশনায় আনিচুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি শরীফুল ইসলাম সুমন ওরফে লোড সুমনকে (১৮ নভেম্বর) র‌্যাব-১০ এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে আটক করতে সক্ষম হয় কাউনিয়া থানা পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৯ নভেম্বর) কাউনিয়া থানা পুলিশের একটি টিম প্রধান আসামী আলভি ও তার মা ঝুমুর বেগমকে নওগাঁ জেলা থেকে আটক করে। উল্লেখ্য, বাবার দেয়া আদেশ পালন করতে গত ৩০ সেপ্টেম্বর বিকাল থেকে গভীর রাত অবধি ৫ জন কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছিলেন আলভী। জানা যায়, চরআবদানী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে ব্যস্ত ছিলেন অভিযুক্ত আলভী। এ সময় একই এলাকার মানিকের ছেলে রাকিব বাঁধা প্রদান করলে তাকে চাইনিজ সেভেন ফায়ার ছুড়ি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় রাকিবের ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে এক আত্মীয় এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করে আলভী। ঘটনার বিষয়ে মৃত মোসলেম ঢালীর ছেলে আরিফ ঢালী আলভীর বাসায় গেলে তার উপর চড়াও হয়ে তাকেও ছুরিকাঘাত করে। এর ঘন্টাখানেক পরে একই এলাকার নূর ইসলামের ছেলে রাকিব ইসলামকে তার বাসার ছাদে ডেকে নিয়ে একইভাবে ছুরিকাঘাত করে জখম করে অভিযুক্ত আলভী। মাদকসেবী আলভীর এমন কর্মকান্ডে দিশেহারা হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে আলভীর বাসায় গেলে পুনরায় একই এলাকার আনিচকে কুপিয়ে জখম করে। এতে আনিচের পেটের ভূড়ি বের হয়ে যায় এবং কিডনীতে গুরুত্বর জখম হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT