3:58 pm , November 20, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বিএনপি চাইলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দীন আহমেদ সান্টু। গতকাল বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, দেশ ঠিক করতে হলে আগে তাদের বিবেক ঠিক করতে হবে। বিগত সময়ে তারা কি ভূমিকা পালন করেছেন তা দেশ ও রাষ্ট্রের উন্নয়নে কতটা সহায়ক ছিলো প্রশ্ন তুলে বিএনপির এ নেতা বলেন, একজন সাংবাদিক হচ্ছেন একজন আর্মি। সব সাংবাদিক যখন ঐক্যবদ্ধভাবে দেশের ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রেখে সত্যকে তুলে ধরবেন, তখন তারাই দেশ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবেন। তারাই তখন সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সান্টু বলেন, নির্বাচনের জন্য সরকারকে আমরা সময় দিতে চাই। নির্বাচন কমিশন সংস্কার খুব সহজ কাজ নয়। অনেক ভুয়া ভোটার তালিকা হয়েছে। এগুলো সংশোধন করতে হবে। তাই বিএনপি সরকারকে যৌক্তিক সময় দিতে চায়।
বরিশালের উন্নয়ন প্রসঙ্গে সান্টু বলেন, আমার বাড়ি নগরীর ব্রাউন কম্পাউন্ডে। একে স্কুলে আমার পড়াশুনা। এই শহরের অলিগলি আমার নখদর্পনে রয়েছে। দল থেকে মনোনয়ন পেলে তবেই সিটি করপোরেশন নিয়ে চিন্তা করবো। এ ছাড়া সিটি করপোরেশন বিষয়ে আমার কোনো চিন্তা নেই।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ডেইলি স্টার এর বরিশাল প্রতিনিধি সাংবাদিক সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ রিপোর্টার্স ইউনিটির প্রায় শতাধিক সদস্য।