দিনভর বর্ণাঢ্য আয়োজনে শেবামেকের বর্ষপূর্তি পালন দিনভর বর্ণাঢ্য আয়োজনে শেবামেকের বর্ষপূর্তি পালন - ajkerparibartan.com
দিনভর বর্ণাঢ্য আয়োজনে শেবামেকের বর্ষপূর্তি পালন

3:58 pm , November 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় এক আনন্দঘন মুহূর্তের অবতারনা হয়। প্রাক্তন, বর্তমান ও নতুনদের  মিলন মেলার এই আয়োজন সকাল ৯টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুলাই-আগস্ট এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি শের ই বাংলা মেডিকেলের প্রথম ছাত্র ডা. এ কে এম আক্তার মোর্শেদ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অধ্যাপক ডা. কহিনুর বেগম, অধ্যাপক ডা. রফিক আল কবির লাবু, বরিশাল আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজ রহিম, সদস্য সচিব ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ঢাকা আয়োজক কমিটির আহ্বায়ক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা আয়োজক কমিটির সদস্য সচিব ডা. মো. সাইফুল ইসলাম জুয়েল।
এরপর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ফয়জুল বাশার পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বান্দরোড, চাঁদমারি প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। সকাল ১১টা ৫০ মিনিটে ক্যাম্পাসে কেক কাটা, চা-চক্র শেষে আলোচনা সভা ও স্মৃতিচারণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,  জুলাই-আগস্টের শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল সাড়ে ৪টায় প্রীতি ফুটবল খেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কলেজ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত,১৯৬৮ সালের এই দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT