4:15 pm , November 19, 2024
আ’লীগ নেতা পিতা ও ছাত্রলীগ নেতা পূত্রের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগ নেতা পিতা ও ছাত্রলীগ নেতা পূত্রের বিরুদ্ধে প্রতিবেশীর জমির গাছ কেটে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নগরীর নবগ্রাম রোডের পাসপোর্ট অফিস গলি সংলগ্ন এলাকায় শনিবার রাতের এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী প্রতিবেশি মো. নঈম আ: নুর। অভিযুক্ত পিতা সৌরভ ও ছেলে সিরাত গাছ কেটে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযোগকারি প্রতিবেশীকে গালাগাল সহ প্রান নাশের হুমকি দিয়েছে। পিতা পুত্রের এমন কর্মকান্ডে এলাকার বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছে। ভুক্তভোগী প্রতিবেশি মো. নঈম আ: নুর এর সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর রাত সাড়ে ৯ টায় তার (মো. নঈম আ: নুর) এর বাসভবন নবগ্রাম রোডের বাইতুল মামুর মসজিদ সংলগ্ন শুকরিয়া হাউসের সামনে এসে অবস্থান নেয় প্রতিবেশী আওয়ামীলীগ নেতা সৌরভ ও তার ছেলে ২১ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সদস্য সিরাত। গাছ কাটার শ্রমিক সহ বেশ কিছু লোকজন নিয়ে এসময় তারা মো. নঈম আ: নুর এর এর বাসভবনের অভ্যন্তরে থাকা রেইন্ট্রি গাছ নিজেদের দাবী করে কেটে নিতে এসেছে বলে জানায়। এসময় মো. নঈম আ: নুর প্রতিবাদ করেন। অভিযুক্তরা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে জমি এবং জমিতে থাকা গাছ নিজেদের দাবি করে জোরপূর্বক কেটে নেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে এলাকাবাসীর বাধার মুখে অভিযুক্তরা সরে পরে। যাওয়ার পূর্বে তারা মো. নঈম আ: নুর এর বাসার গেটের সামনে এসে গালাগাল ও প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় নিরাপত্তাহিনতায় ভুগছেন বলে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি মো. নঈম আ: নুর। এলাকাবাসী জানায়, সৌরভ সাবেক আওয়ামীলীগ সরকার এর পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিমের একনিষ্ঠ ছিলেন। আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তিনি তার আপন চাচা প্রাক্তন পুলিশ কর্তকর্তা মৃত ফজলুল হক এর বটতলা এলাকার জমি দখল করে বসবাস করছেন। আওয়ামীলীগের পতনের পরেও তিনি তার সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছেন তার ছেলে ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সিরাত এর মাধ্যমে। তাদের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে নবগ্রাম রোডের পাসপোর্ট অফিস গলি সংলগ্ন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত সৌরভকে পাওয়া যায়নি।